• ফ্রেশ ফ্লেশ


    অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।

  • সম্ভাবনা


    যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।

  • স্বাগত সাক্ষাত


    প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।

  • “সোনার হরিণ”


    সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।


    স্লাইডে ব্যবহিত ছবি ঋণ- রেনেসাঁ

Monday, July 17, 2017

জয়দীপ চ্যাটার্জী

হূক

এক জোড়া হস্তাক্ষর হয়ে আছে
ঠোঁটে আর পিঠে; 
কোথাও ক্ষত, কোথাও অবশেষ 
প্রচণ্ড আহুতির রেশ
ক্রমশ ছোট 'তে 'তে নেই 
শিকারের নুন মেখে ঠোঁটে 
সূর্যের খোঁজে গেছে চিল 

পিঠ, দাগ... তোমরাও ডানা পাবে হবে?


হূক

মোটা ঠোঁট সয়ে নেবে
পাতলায় ছিঁড়ে হবে ফাল
(তবুও তো মুক্তি!)
আর গলায়? 

টোপে প্রেম করে যেই জন...
এর ঊর্দ্ধে বঁড়শি থেকে মোক্ষ;
মৃত্যুর পরেও তার কাঁটা 
গলায় বিঁধে কেমন ছটফট 
এইটুকু জানলেই রুইমাছের নির্বাণলাভ হয় 


হূক

টাঙিয়ে রাখা, ঝুলতে থাকা 
মানুষ হলে ভয়;
ছাল ছাড়ানো ছাগল হলে 
অতটাও নয়

ঝুলছে আঁচল, মায়া কাজল
নাভির কোলে ঘাম;
ঘেমো শার্টটা হ্যাঙার খোঁজে
ঝুলন্ত বিশ্রাম 


হূক  

সুউসাইড নোটে শুধু একটাই শব্দ লেখা ছিল - 
'ক্লীব'
পেপার ওয়েটের বদলে রাখা 
ব্লাউজের দুটো হুক আর দেওয়ালে গাঁথার পেড়েক
কাগজটাকে উড়তে দেয়নি 
অথচ, এসব নিয়ে আশ্চর্য হওয়া বিলাসিতা জেনেই 
তদন্ত চলছে, চলবে 

চার দেওয়ালই সাক্ষী,
দেওয়ালে টাঙানো সেলাইয়ের কাজ বলল - 
'সংসার সুখের হয় রমণীর গুণে' 
যথেষ্ট এভিডেন্স পাওয়া গেল কিনা ভাবতে ভাবতেই 
সাব ইন্সপেক্টরের রাগ হচ্ছিল খুব,
কারণ 
সুউসাইড নোটে শুধু একটাই শব্দ লেখা ছিল - 
'ক্লীব'

My Blogger Tricks

0 comments:

Post a Comment