• ফ্রেশ ফ্লেশ


    অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।

  • সম্ভাবনা


    যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।

  • স্বাগত সাক্ষাত


    প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।

  • “সোনার হরিণ”


    সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।


    স্লাইডে ব্যবহিত ছবি ঋণ- রেনেসাঁ

Monday, July 17, 2017

বিপাসা গোল্ড

দু-এক টুকরো....

সজনে ফুলের রুইতন খুলে
কিছুটা অলস তুলে রেখেছি
হাঁসেদের নূপুরে এখনও
খানিকটা ইমন
কোকিলের অবাকও আমি শুনিনি এরপর
ডিকশনারিছিলোনা যে
কেবল থইথই ভাবনার চামড়া পাল্টে
বেড়ালের বেঁকে যাওয়ায় মলম
লাগিয়ে যাই
ফুরিয়ে যাই একটা অথবার ,স্নানে
বোধহয় কখনো হঠাৎ হয়ে নেমে আসোনি
নখের আপন মুছে মুছে
আমারও তাই গোলাপি মেখে
সাঁতার লেখা হয়নি
না লিখব ভেবেছিলাম
কিন্তু ততক্ষণে শকুনের উচ্চারণে
মেঘ এসে পড়েছে.......






My Blogger Tricks

1 comment: