• ফ্রেশ ফ্লেশ


    অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।

  • সম্ভাবনা


    যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।

  • স্বাগত সাক্ষাত


    প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।

  • “সোনার হরিণ”


    সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।


    স্লাইডে ব্যবহিত ছবি ঋণ- রেনেসাঁ

Monday, July 17, 2017

অরবিন্দ বর্মন

নিরাপদ নার্ভাস ডানা

কাঁহাতক এই নির্জন সায়া

নিছক ভেঙে এহেন ছক চোখেও লেগেছিল

ডাঁটার মতো

বদনাম সব বদলে যাচ্ছে আড়াআড়ি

এই বাহানা খরচ, আপামর ব্রাগুলো

ডাহুকের হু হুর মতই তালাশ করছে তরল

অথচ ঘোলা অপেক্ষার নাম তুমি খুচরো করে ফেলেছ

একটা নিরাপদ নার্ভাস ডানা

এইখানে যাকে ধীর বিনিময় করা যায়

My Blogger Tricks

7 comments:

  1. বাঃ। বিনিময় করলাম।

    ReplyDelete
  2. বাহ। চমৎকার অরিন্দম। খুবই ভালো লাগল।

    ReplyDelete
  3. অথচ ঘোলা অপেক্ষা । চমৎকার।

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. পড়লাম
    বেশ....
    এই লাইনটা :
    এই বাহানা খরচ, আপামর ব্রাগুলো...

    ReplyDelete
  6. বেশ নতুনত্ব আছে।

    ReplyDelete
  7. সুন্দর, গতিময়, নির্জনতা কাড়া একটি কবিতা--

    ReplyDelete