অ্যাসিড রেইন
পিয়ানোর রিডে মাংস
নোটেশান মেলাতে মেলাতে
বেতারে হাত লাগে
গ্রামোফোন ছুঁয়ে যায় মিনিটের আলপিন
সামুদ্রিক অপেরার ডেসিবেল
উন্মাদ বৃষ্টি হয়ে গেল শহরে লাগাতার
অ্যাসিড থেকে ছিটকে গেল মেয়ে
অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।
যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।
প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।
সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।
বাহ্ । বেশ সুন্দর তো
ReplyDeleteঅসাধারন লাগল শানু দা ।
ReplyDeleteভালো লাগল রে।@ অভিষেক
ReplyDelete