• ফ্রেশ ফ্লেশ


    অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।

  • সম্ভাবনা


    যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।

  • স্বাগত সাক্ষাত


    প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।

  • “সোনার হরিণ”


    সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।


    স্লাইডে ব্যবহিত ছবি ঋণ- রেনেসাঁ

Monday, July 17, 2017

বিশ্বরূপ বিশ্বাস

।।কুয়াশা।।
মিলনের পার্থক্য শুধু এইটুকুই।  জলজআয়নাকে তুমি শরীর ভাবোআর আমিআর আমি শরীরকে ভাবি  বিমূর্ত আয়না

হাওয়ায় শুয়ে পড়ে গর্ভবতীধানচোখে পাখি দ্যাখা যায় না লে মিথ্যা সে চোখচোখের মানুষচোখের লোক

সুখেরপাথর খসে।  ধ্বসেকুয়াশা আর পা সমকামী।  সমগামীরাস্তা হেঁটে সে যায় গাছতলায়ফুল ছিঁড়িচুল ছিঁড়িব্যথা সারে না

যোনির শেষমধু ঝরেপাহাড়ে গেঁথে থাকা মেয়েনারীতোর সমর্পিত দেহক্যাপসুল খায়স্তনে ফোঁড়া হোক।।

।।

।। নিষ্ক্রিয়।।

পিঠে মাঠ ভরে নিয়ে আমি চলেছি
আমার পিঠ মাঠের আস্তরণে ঢাকা
আমার পায়ের আঙুলে নখ নেই
বুকে দুধ নেইযোনিতে স্রাব নেই
নিষ্ক্রিয় প্রজনন ক্ষমতাসমতা

পিঠে মাঠ ভরে নিয়ে তুমিও চলেছো
তোমার পিঠও মাঠের আস্তরণে ঢাকা
তোমার পায়ের আঙুলে নখ আছে তবু
বুকে দুধ আছেযোনিতে সুগন্ধীস্রাব আছে
আছে যোনিমৈথুনে প্রজনন ক্ষমতা।।





My Blogger Tricks

1 comment:

  1. মনের ফুল পালটে গেল । ভালোবাসা দাদা

    ReplyDelete