• ফ্রেশ ফ্লেশ


    অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।

  • সম্ভাবনা


    যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।

  • স্বাগত সাক্ষাত


    প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।

  • “সোনার হরিণ”


    সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।


    স্লাইডে ব্যবহিত ছবি ঋণ- রেনেসাঁ

Monday, July 17, 2017

অনিকেশ দাশগুপ্ত

দুর্ঘটনা

গ্লাস উল্টে রাখছি অর্থাৎ রাতের
শালীনতা মাপা গ্যাছে কেন্দ্রস্থ
পারদাঙ্ক বাইনারি অব্দি টকাস্
সশব্দে গ্লাস ও
গোপন মুদ্রায় হাহাকার খুলে পড়ছে
অবিরাম এসব হাতের সিগারেট-
যথেষ্ট নেশাই নেশা নয়- এমন
রাতের হাইওয়েতে- গাড়িদের
বিচ্যুতি  নয়ানজুলির

পেট উপচে উঠছে




My Blogger Tricks

0 comments:

Post a Comment