• ফ্রেশ ফ্লেশ


    অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।

  • সম্ভাবনা


    যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।

  • স্বাগত সাক্ষাত


    প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।

  • “সোনার হরিণ”


    সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।


    স্লাইডে ব্যবহিত ছবি ঋণ- রেনেসাঁ

Thursday, July 20, 2017

রাজা সিংহ

সিতের নিঝুম রোদ

মার্জিন কাটা একটা খানদানি রাস্তা
লোকটার ঢাল খোঁজার টার্গেট নিলো
চিপটে যাওয়া একটা সংসার খোর
মুখ দিয়ে -ফলা বেরিয়ে আছে হুঁশ-ঝার!
একটা গোটা দাড়ি

আকাট অদৃশ্যের গলায় হলুদ ম্যাজিক ঝোলাও
ছেলেটায় রোদাগম হবেই হবেই হবেই,
ওয়ারেন্টি পিরিয়োড শেষ
হলেই সম্পর্ক ভাইরাল হয়ে যায় অতি প্রাকৃতিক ভাবে
বাড়ি ফাটাই অসহ্য বৈঠক আর পুরোনো নৈরাশ্য দিয়ে
আমারও ক্লোরোসিস হয় তেজ শুকিয়ে
হন হন করে এগিয়ে যাচ্ছে ঝুলের পাড়া
আগ বারিয়ে যে কেউ বৃদ্ধাঙ্গুল ঝুলিয়ে রাখে শোধোনে
মোরি লজ্জা খেঁকো জাগানো বাঁচিয়ে রেখো;
দোলনা কোমোড় বাঁধুক চোদোনে
?
আপাত সমঝোতা জানে
ন্যাতানো হর্সপাওয়ার মেনেই
ফ্ল্যাশ হোক এতোদিনের
যেকোনো ঠাঁটিয়ে থাকা মানে !
Sorry প্রিয়ো প্রত্যক্ষ দেব
রেজিগনেশন ধরে এগিয়ে
এগিয়ে তুমি চলো
রোচক ধোঁকার রাজ্যে যতটুকু রাত হয়

Minimum সেটুকুই আজীবন হারার কথা বলো


My Blogger Tricks

3 comments:

  1. Taimur khan দাদা ক্লোরোসিস থেকে বাঁচিয়ে দিলেন ধন্যবাদ

    ReplyDelete