• ফ্রেশ ফ্লেশ


    অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।

  • সম্ভাবনা


    যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।

  • স্বাগত সাক্ষাত


    প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।

  • “সোনার হরিণ”


    সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।


    স্লাইডে ব্যবহিত ছবি ঋণ- রেনেসাঁ

Monday, July 17, 2017

মনোজ দে

সঙ্গীতিনী

উদযাপন এমনকি উৎসর্গ করার জন্য একমাত্র সঙ্গীত সম্বল তোমার যে বছর ভীষণ বৃষ্টি প্রথম নৌকা দেখা ভেসে যাওয়া এই নদীমাতৃক দেশে পৃথিবীভর্তি লিরিক সেই প্রথম রিদিম হল অথচ গাইতে ব্যর্থ হলে, রেওয়াজ অজুহাতে  

এত লিরিক, কোথায় যাবে ওরা?  

তিনদিন আকাশ দেখেনি কেউ আকাশ আমাদের এরপরও বলবে, হারমোনিয়াম জানার অপরাধ কান্না হয়নি কখনো!



My Blogger Tricks

1 comment:

  1. bhalo laglo lekhati, tomar lekha ami pori,,,,, bhalo lage@ avishek

    ReplyDelete