• ফ্রেশ ফ্লেশ


    অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।

  • সম্ভাবনা


    যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।

  • স্বাগত সাক্ষাত


    প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।

  • “সোনার হরিণ”


    সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।


    স্লাইডে ব্যবহিত ছবি ঋণ- রেনেসাঁ

Thursday, July 20, 2017

পলাশ কুমার পাল

মৃত্যুর পরে

দড়িতে শুকাচ্ছে ক্লিপে আঁটা মাছ কিছু
নীচে শিকারি বিড়াল

ফাটা-বাটিকের জামা গায়ে
মোম রঙে মেশা কারিগরের হস্তরেখা শুঁকতে শুঁকতে
কমলালেবু নিঙড়ে,

ছেলেটি আচারের বয়ান রোদে দেয়...


আশাব্যঞ্জক

ভাঙাচোরা টিভিদের আবর্জনায়
হঠাৎ একটা টিভি চলতে শুরু করে,

বসে পড়ি পাশে
স্পার্টাকাস কাঁধে হাত রাখে
রিমোট টিপে
সিনেমারা আমাদের দেখে...



দিবস

রুমালের কথা জানো কি?
জানকীও বলতে পারো

চাল থেকে কাঁকর বেছে
মায়ের হাতে কাঁকন বাজে,
তেমন
তেমনই
অ্যাকোরিয়ামের পাশে ঘড়িটা,
রামায়ণভক্তটি দড়ি থেকে শুকনো বোরখা ভাঁজ করে রাখে...

 

সুচেতনা

ধরে নেওয়া একটা দ্বীপ
কোনো এক পাটিগণিতের সমাধানে,

আর সব রূপকথা মিলে একটাই তোতা
বুলি শিখে রাখা ফর্মূলা-

খাঁচাটা ছাঁকনির মতো
খাঁটি দুধ ছেঁকে নিয়ে,
বা নবরত্নের মতো কোনো তরকারিতে

ভাতের উত্তরমালায়
সম্রাট হয়ে ওঠে...

My Blogger Tricks

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. অসাধারণ । ভালোবাসা কবি

    ReplyDelete
  3. Valo lago Kobita... Kobi ka dakta paccha... Japon utha asacha

    ReplyDelete
  4. সুচেতনা চেতনায় রইল।

    ReplyDelete