মৃত্যুর পরে
দড়িতে শুকাচ্ছে ক্লিপে আঁটা মাছ কিছু
নীচে শিকারি বিড়াল।
ফাটা-বাটিকের জামা গায়ে
মোম ও রঙে মেশা কারিগরের হস্তরেখা শুঁকতে শুঁকতে
কমলালেবু নিঙড়ে,
ছেলেটি আচারের বয়ান রোদে দেয়...
আশাব্যঞ্জক
নীচে শিকারি বিড়াল।
ফাটা-বাটিকের জামা গায়ে
মোম ও রঙে মেশা কারিগরের হস্তরেখা শুঁকতে শুঁকতে
কমলালেবু নিঙড়ে,
ছেলেটি আচারের বয়ান রোদে দেয়...
আশাব্যঞ্জক
ভাঙাচোরা টিভিদের আবর্জনায়
হঠাৎই একটা টিভি চলতে শুরু করে,
বসে পড়ি পাশে
স্পার্টাকাস কাঁধে হাত রাখে।
রিমোট টিপে
সিনেমারা আমাদের দেখে...
দিবস
হঠাৎই একটা টিভি চলতে শুরু করে,
বসে পড়ি পাশে
স্পার্টাকাস কাঁধে হাত রাখে।
রিমোট টিপে
সিনেমারা আমাদের দেখে...
দিবস
রুমালের কথা জানো কি?
জানকীও বলতে পারো।
চাল থেকে কাঁকর বেছে
মায়ের হাতে কাঁকন বাজে,
তেমন।
তেমনই
অ্যাকোরিয়ামের পাশে ঘড়িটা,
রামায়ণভক্তটি দড়ি থেকে শুকনো বোরখা ভাঁজ করে রাখে...
সুচেতনা
জানকীও বলতে পারো।
চাল থেকে কাঁকর বেছে
মায়ের হাতে কাঁকন বাজে,
তেমন।
তেমনই
অ্যাকোরিয়ামের পাশে ঘড়িটা,
রামায়ণভক্তটি দড়ি থেকে শুকনো বোরখা ভাঁজ করে রাখে...
সুচেতনা
ধরে নেওয়া একটা দ্বীপ
কোনো এক পাটিগণিতের সমাধানে,
আর সব রূপকথা মিলে একটাই তোতা
বুলি শিখে রাখা ফর্মূলা-
খাঁচাটা ছাঁকনির মতো
খাঁটি দুধ ছেঁকে নিয়ে,
বা নবরত্নের মতো কোনো তরকারিতে
ভাতের উত্তরমালায়
সম্রাট হয়ে ওঠে...
কোনো এক পাটিগণিতের সমাধানে,
আর সব রূপকথা মিলে একটাই তোতা
বুলি শিখে রাখা ফর্মূলা-
খাঁচাটা ছাঁকনির মতো
খাঁটি দুধ ছেঁকে নিয়ে,
বা নবরত্নের মতো কোনো তরকারিতে
ভাতের উত্তরমালায়
সম্রাট হয়ে ওঠে...
This comment has been removed by the author.
ReplyDeleteঅসাধারণ । ভালোবাসা কবি
ReplyDeleteValo lago Kobita... Kobi ka dakta paccha... Japon utha asacha
ReplyDeleteসুচেতনা চেতনায় রইল।
ReplyDelete