• ফ্রেশ ফ্লেশ


    অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।

  • সম্ভাবনা


    যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।

  • স্বাগত সাক্ষাত


    প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।

  • “সোনার হরিণ”


    সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।


    স্লাইডে ব্যবহিত ছবি ঋণ- রেনেসাঁ

Thursday, July 20, 2017

হিমালয় অংকুর

নামহীন কবিতা

ক্রমাগত
যে বায়ুর সাথে বোঝাপড়া
ওষুধ স্রেফ আয়ু জমানোর তালিম
ধীর এই বনের মতো
ভয় এক কবুতর
কতদিন খেলার মাঠে
বয়ামে কেমন দূর রেখে
খুলে আসে তাল!
তুমি কি ডুবুরি
পাড়াতো ভাই আমার,
মৃতদার পাশে বসে গাও রক?

কদম আমার ফুলগুলি

আমরা একজোড়া ঠোঁটের কাছে বিনীত
অথবা
সব রাত টেবিলের মতো ধীর
দূরে কোথাও গোলাপ ফুটছে ভেবে
গড়ে তুলি তাসের খামার!
এইসব ফুরফুরে জিনিস নিয়ে
আলমিরা কেমন ঢলে পড়ছে একা
যদিও পোশাক,
দেহের নামে ফুলে ওঠা ম্লান;
কোথাও কোনো ডিমলাইট নেই
বা কদম আমার ফুলগুলি
ডিমলাইট ধরে ফুটে আসছে,
এই যে তন্ময়..
ট্রাজিক হিরো হয়ে গেলো:
পরে কী হইলো আর?
বলি, দূরে যেতে পারো
থেমে আসা বৃষ্টির মুখে
কখনো রবিবার ফিরে আসে না,

মনোলগ

রোগাটে অলিভ বলেছিল:
দরজা খুলে যাবে অন্তরঙ্গ একদিন;
মাথার ভিতর ছায়াপথ যত  ধীরে
নেমে যাবে বুক
দীঘল রোদ জাহাজে 'রে
লোবান তার ফিরে পাবে শ্বাস
তথাপি কোমল তাস মনে করায়
দ্যায়,
অই জন্ম মূলত ফুলের নাম!

My Blogger Tricks

6 comments:

  1. Monolog lekhati khubi bhalolegeche amar bekti hisebe
    Ar uporer duti lekhao nijeshhyota bohon koreche..tai himalay ankurke suvechha....aro lekha chai porte

    ReplyDelete
  2. Monolog lekhati khubi bhalolegeche amar bekti hisebe
    Ar uporer duti lekhao nijeshhyota bohon koreche..tai himalay ankurke suvechha....aro lekha chai porte

    ReplyDelete
  3. প্রথম দুটি ভালো লাগলো।

    ReplyDelete
  4. ভাগীনার লেখা,অনেক সুন্দর হয়েছে। দোয়া করি ভবিষ্যাৎ ও আরো ভাল লেখবে।

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete