• ফ্রেশ ফ্লেশ


    অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।

  • সম্ভাবনা


    যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।

  • স্বাগত সাক্ষাত


    প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।

  • “সোনার হরিণ”


    সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।


    স্লাইডে ব্যবহিত ছবি ঋণ- রেনেসাঁ

Thursday, July 20, 2017

রঙ্গন রায়

প্রাপ্ত বয়স্কতার পূর্বদিক

১০
দার্জিলিং ম্যাল এর অপূর্ব কোয়াশা আর
ঠাকুর্দার অব্যবহৃত চশমার কাচ।
দর্শন ফিকে হয়ে আসছে, ম্যালের উপর
আমি চেঙ্গিস খান, ঘোড়ার ক্ষুরের মতো
বাবার সেলাই মেশিন বহন করে চলেছি রোজ।

পয়লা চৈত্র মানেই
ইজিচেয়ার ছেড়ে জীবনে প্রথমবার
ঝাড় দিতে উঠে গেলেন ঠাকুর্দা

১১
লাউকে কদু বলি,
কীরকম চাঁদ লুটোচ্ছে হেমন্তের চালে।
যেন হাত বাড়ালেই বামন পৌঁছে যাবে
এতটাই পাঁচালী।
মাচার আড়াল দিয়ে ঝিরিঝিরি চন্দ্র নেমে এসেছে
ফুলমনীর গলায়... অপূর্ব সঙ্গমে
ম্যাহ্যাহ্যা করে গোটা গ্রাম ডাকছে,
পশুদের মালকোষ নদী বরাবর জ্যোৎস্নায়
পায়েচলা পথ বানিয়ে নিয়েছে রাত্রি।
গন্তব্য সকাল।

১২
রাধাও তো মা হবে,
হে গোঁসাই গোঁসা কোরোনা।
দাওয়ার রোদে বড়ি দিয়ে কিঞ্চিৎ
নিজেকেও মেলে দাও
একটা নিখুঁত সংসারের জন্য
আয়ান ঘোষকেই দরকার।
এখনো সখার প্রেমিক পালক দেখে মনে হয়
আমি কি সুন্দর ব্যাডমিন্টন খেলতে জানি
আর একটু একটু ঘেমে তুমি সোয়েটার খুলে রাখলে
হীর- রাঞ্ঝার গল্পও ফেল মেরে যেতে পারে


My Blogger Tricks

8 comments: