• ফ্রেশ ফ্লেশ


    অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।

  • সম্ভাবনা


    যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।

  • স্বাগত সাক্ষাত


    প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।

  • “সোনার হরিণ”


    সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।


    স্লাইডে ব্যবহিত ছবি ঋণ- রেনেসাঁ

Monday, July 17, 2017

অর্কপ্রভ দাস

তিন ভাগ ট্রেন থেকে, আলো উড়ে আসছেমাঠ ফেরতা, দেবদারু রং আলো

কালচে দেওয়াল থেকে, তাকিয়ে আছে, জলন্ত চক্ষুস্মান, কয়েকটি মুখ।  দেখেও না দেখার অভিনয় করছি, কিন্তু পারছি না।তারা আমারই নাম ধরে ডাকছে বারবার

যে রাস্তাটা ধরে হাঁটতাম প্রায়ই, দৌড়োতাম, মন্দিরে প্রণাম করতামসেই রাস্তায় প্রচুর কবর খোঁড়া আছেমন্দিরগুলো অন্ধকার গীর্জা

আমার নাতিদীর্ঘ পৃথিবী থেকে অতিদীর্ঘ একটা রোদ চুরি গেছে, সেই রোদ পাল্লা দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইত, ভাষা নেই, কিন্তু সুরটুর পাক্কাএখন এখানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে




My Blogger Tricks

1 comment:

  1. ছবিকে ভালবাসা...... লেখা, চলতে থাক... @ অভিষেক

    ReplyDelete