• ফ্রেশ ফ্লেশ


    অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।

  • সম্ভাবনা


    যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।

  • স্বাগত সাক্ষাত


    প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।

  • “সোনার হরিণ”


    সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।


    স্লাইডে ব্যবহিত ছবি ঋণ- রেনেসাঁ

Monday, July 17, 2017

বিপ্লব রায়

জমানা

বিকেলের চোটে আহত হয়েছে রোদ
পাঁচিলের স্নেহ ডিঙিয়ে বসে থাকি একা
ইয়ে আসে ঘাসের গায়ে শিশির পরিয়ে টুপ টুপ
আমার কেমন যেন করছে
থাকা না থাকা, নিস্তব্ধ সারিয়ে বেঁচে ওঠা হয়তো হবে না
যেভাবে
ঘনিষ্ঠ ব্যথাগুলো জেগে উঠছে জল থেকে, জলবায়ু থেকে


 

পলক মাখা

সরু ব্রীজে হেঁটে যাচ্ছে পিঁপড়ে আর পিঁপড়ের খাবার
আরো যাচ্ছে তোমার চোখ
বিবি ফয়সালা ভোরশালিখের ফুল
যত্নে রাখা সময়পুরীর ঠোঁটে ঝুলে থাকা থুৎনি
জেগে থাকতে ভর করে প্রদান করে
মিষ্টির জন্য, শীতের রোদে পিঁপড়ের মুখ
উপবাসী যদি ধরি, পৌনে দুপুরে সাহাবৈশাখী আসত
ধৃত শব্দে গান গাইত
বেনারসি আসত নাসে স্ব-সুর বাড়িতে
নিঁখোজ গড়ে তুলত বৃষ্টির ছোপ ছোপ


মিলন

তুমি দূর মাঠের ঘাস আর আমিও দূর মাঠের
চিন্তা করো না বন্ধু
দুজনেই জ্যোৎস্না পাবো

My Blogger Tricks

3 comments:

  1. ভালৈ কবিতা দেওয়ার জন্য ভালোবাসা

    ReplyDelete