• ফ্রেশ ফ্লেশ


    অবাক নয়, সবাক হয়েছেন এখানে কিছু নবীন কবি। তারুণ্যের প্রাচুর্য এবং স্নিগ্ধতায় টাটকা কবিতার আস্বাদ। নতুন কবিদের হাতে বাক ১১২-এর ভার। এই আবহে আপনিও নতুন করে ফ্লেশের ফ্রেশনেসের সাক্ষ্মী হয়ে যান।

  • সম্ভাবনা


    যা প্রায় সম্ভব না, তা করার ক্ষমতা ? উঁহু। যা প্রায় সম্ভব না, তা করার প্রবল ইচ্ছে এবং প্রবল উপায়। সম্ভাবনা কুঁড়ি নয়, যে ফুল হয়ে ফুটবে এক দিন। বারুদ, যে কোনদিন দহন সম্ভব। বাক ১১২ এর সম্ভাবনা চিনে নিন, প্রিয় ও অপ্রিয়।

  • স্বাগত সাক্ষাত


    প্রত্যেক কবিতার সাথে এগিয়ে এসে সাক্ষাত করার উপায় তো আন্তর্জাল দিয়েছে। আর ইচ্ছেটা আপনার। আপনি স্বাগত, পাঠক।

  • “সোনার হরিণ”


    সন্ধান করুন। বাক ১১২ – তে। শুভ মৃগয়া।


    স্লাইডে ব্যবহিত ছবি ঋণ- রেনেসাঁ

Thursday, July 20, 2017

রেনেসাঁ ও প্রমিত বলছি

কবিতা লিখতে চান? উত্তরটানাহলে কবিতা লেখা আপনার জন্য নয় উত্তরটা একবাক্যেহ্যাঁহলে আপনি কবিতা লেখার জন্য নন...


না, আপনি কবিতা লিখতে চান কিনা তা নিয়ে আমার কোন মাথাব্যথা নেই থাকলেও আমি আপনাকে সেটা খুঁজে পেতে দেব না  বরং আপনি যা লিখছেন, তাতে আমি আপনাকে কতটা খুঁজে পাচ্ছি সেটাই কথা আমার জন্য এটা আপনার পায়ের ছাপের মতো, আপনার গায়ের গন্ধের মতো, আপনার ছায়ার মতো ব্যাপার আর কি!

'বাক ১১২' মূলত ২০১৫ পরবর্তী কবিদের কবিতা নিয়ে প্রকাশের কথা ভাবলাম। দুটো শব্দ ব্যবহার করলাম- “ফ্রেশ ফ্লেশ কারো সেটা শুনে দেশি ব্রয়লার মনে আসবে কারো তারুণ্য মনে পড়বে কারো কিচ্ছু মনে যাবে আসবে না আমরা সমস্ত নিয়ম অমান্য করব, স্বাধীনতাকেও অমান্য করবকবিরা কাঁদে না, শুধু নীচু কন্ঠে গান করে


সঠিক 'সম্ভাবনা' সম্ভব হয়ে যাবে একদিন
একটা ভাষায় কিছু সুখ দুঃখকে, কিছুকে প্রকাশ করতে চাইলে আগে পৃথিবীর সব ভাষাকে একবার করে কেঁদে ফিরে যেতে হয় সেইসব 'কিছু'-র কাছ থেকে

আমরা বিষের কারবার করি। ক্ষয়ের নয়।

আমরা এখন এমন এক সময়ে... না, আমরা কোনো সময়েই দাঁড়িয়ে নেই আমরা দাঁড়িয়ে থাকব সময়ের হয়ে বন্ধুগণ, আমি ও আমরা বন্ধুত্ব করতে আসিনি এটা লিঁয়োবের (মিত্রচুক্তি ১৭৯৭) নয়, ডারউইনের দুনিয়া


যোগ্যতমের উদবর্তন হোক কবিতা আপনি কীভাবে পড়বেন, একান্তই আপনার ব্যাপার তবে, আমরা এই সম্পাদনার 'কাজ' টাকে এতটাই যত্নে ও অযত্নে করতে চেয়েছি যে, আপনার বোধে লাগবেই কোথাও অনুপমদার ভাষায় 'খারাপ লাগবে'। আমাদের মনে হয় আপনি বুঝতে পারবেন, বুঝতে চাইবেন, কিন্তু, ধরতে পারবেন না 'সোনার হরিণ'।

রেনেসাঁ
প্রমিত পণ্ডিত